ছাত্র জনতার উপর হামলা মামলার আসামিকে জুলাই সাহসী সাংবাদিক পুরস্কারে প্রতিবাদে মানববন্ধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিরঞ্জন মিত্র (নিরু) 
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ



ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ও বঙ্গবন্ধু সামাজিক সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদকে জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার সম্মাননা প্রদান করায় এর প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। 

ফরিদপুর সচেতন  নাগরিক সমাজের উদ্যোগে,(১৬ আগস্ট) রবিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হাসানুজ্জামান, ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব  সোহেল রানা, সমাজকর্মী এ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না,  জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু,  আরিফ হোসেন ও লুৎফর রহমান। 

মানববন্ধনে বক্তারা প্রশ্ন করেন যে ব্যক্তি সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন তাকে কিভাবে সাহসী সাংবাদিক পুরস্কার দেয়া হলো। ‌এ সময় তারা অবিলম্বে এই প্রতারক শেখ ফয়েজ আহমেদেকে দেওয়া  জুলাই  সাহসীকতার পুরস্কার প্রত্যাহার, ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ