মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন বিশ্বের দুই প্রখ্যাত আলেম


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন বিশ্বের দুই প্রখ্যাত আলেম
____________________________



সৌদি আরবে আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ), ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আজ। এ উপলক্ষে মক্কার পবিত্র মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন ইসলাম বিশ্বের দুই প্রখ্যাত আলেম।

মসজিদে হারাম:

আজ পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন খ্যাতনামা কারি ও আলেম শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি।

১৯৬৯ সালের ৭ জানুয়ারি মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন তিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে স্থায়ী ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। তিনি সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

মসজিদে নববি:

অন্যদিকে, মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন প্রখ্যাত কারি ও আলেম শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি।

১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক শেষ করে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে মাস্টার্স সম্পন্ন করেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি কোরআন হিফজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্বজুড়ে মুসলমানদের কাছে এই দুই ইমামের কণ্ঠে কোরআন তিলাওয়াত ও জুমার খুতবা অত্যন্ত জনপ্রিয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ