জীবন যুদ্ধে পরাজিত হযরত মোল্লা বাঁচতে চায়"নিষ্ঠুর বেঁচে থাকার নির্দয় আকুতি।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

এম মনিরুল ইসলাম 
স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ

 মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না,, গানের চরণদ্বয়ের যথার্থই সার্থকতা মিলেছে এই বৃদ্ধের জীবনে।জানা যায়,সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন এলাকায় চরম মানবেতর অনাহার অবদাহারে জীবন যাপন করছেন বৃদ্ধ হযরত মোল্লা। তার নিকট জানতে চাইলে তিনি অসুস্থ শরীরে বলেন, আমার দুইটা ছেলে একটা মেয়ে সে তো পরের বাড়ি। বছরে হয়তো এক আধবার দেখা হয়।দুই ছেলের সামান্য সহযোগিতা ও অবহেলা, ইউনিয়ন পরিষদের দয়া নিয়ে এভাবেই খেয়ে না খেয়ে বেঁচে আছি।ভীষণ অসুস্থ চলাফেরা করার শক্তি নেই তবুও ওষুধ কেনার মত টাকা নেই।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নিকট বিনীত দাবী জানিয়েছেন, তার স্বাভাবিক জীবন যাপনের জন্য সামান্য সহযোগিতা করা করার মিনতি প্রকাশ করেছেন তার পরিবার।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ