সুনামগঞ্জে বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সুনামগঞ্জে বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
____________________________



বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও প্রগতির শ্লোগান নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-র সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল ফজল মো. মাসউদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী। তিনি বলেন, “বিএসপি একটি বৈষম্যহীন রাষ্ট্র ও মানবিক সমাজ গঠনে কাজ করছে, যেখানে থাকবে ন্যায়, সমতা ও সহনশীলতা।”

সম্মেলনে কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা শাখার শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশে গণতন্ত্র, নারী-পুরুষের সমঅধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ